দীর্ঘ ছুটি শেষে খুলেছে স্কুল-কলেজ
নিজস্ব প্রদিবেদক: রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে সারা দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস শুরু হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় খুলবে বুধবার
২৬ ফেব্রুয়ারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয় রমজানের ছুটি। শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষে সোমবার (৭ এপ্রিল) প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়া হয়।
তবে এদিন ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাস হয়নি প্রাথমিকে। আজ থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হবে।
পবিত্র রমজান উপলক্ষে গত ২ মার্চ দেশের সব মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। যদিও তার আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছিল। ফলে ২৭ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিকেও লম্বা ছুটি শুরু হয়।
ঈদুল ফিতরের টানা ৪০ দিনের ছুটি শেষ হচ্ছে আজ। বুধবার (৯ এপ্রিল) থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পুরোদমে ক্লাস শুরু হবে।
দেশের মাদ্রসাগুলোতেও দীর্ঘ প্রায় দেড় মাসের ছুটি শেষে আজ থেকে পুনরায় ক্লাস শুরু হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে গত ২৫ ফেব্রুয়ারি থেকে মাদরাসা বন্ধ ঘোষণা করা হয়। রমজান, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের ছুটি মিলিয়ে ৭ এপ্রিল পর্যন্ত মোট ৪২ দিন বন্ধ থাকার পর মাদরাসাগুলো আজ খুলে দেওয়া হচ্ছে। আজ থেকে মাদ্রাসায়য় পুরোদমে ক্লাস শুরু করার নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর ছুটি শেষ হয়েছে গত ৩ এপ্রিল। দেশের অন্য সরকারি-বেসরকারি কলেজগুলোতেও একই দিনে ছুটি শেষ। ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি ছিল। ফলে ৬ এপ্রিল থেকে কলেজে ক্লাস শুরু হয়েছে।