০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অবশেষে পুলিশের মনোগ্রাম থেকে নৌকা বাদ

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পুলিশ বাহিনীর লোগোতে পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে বিদ্যমান লোগোতে থাকা ‘পাল তোলা নৌকা’ বাদ দিয়ে নতুন লোগো অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরই পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, দুই পাশে ধান ও গমের শিষের মালা এবং ওপরের অংশটি তিনটি পাটপাতা যুক্ত নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নিতে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিট ও জেলায় চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।’

চিঠিতে নতুন লোগোর ছবিও দেয়া হয়। তাতে দেখা যায়, বিদ্যমান লোগোতে থাকা ভাসমান পানিতে পাল তোলা নৌকার জায়গায় ভাসমান জাতীয় ফুল শাপলা আনা হয়েছে। দুই পাশে ধান ও গমের শিষের মালা অভিন্ন থাকলেও ওপরের অংশটিতে তিনটি পাটপাতা যুক্ত করা হয়েছে। বিদ্যমান লোগোতে সেখানে ছিল শাপলা। তবে নিচের সংযোগস্থলে কিছুটা পরিবর্তন থাকলেও তাতে আগের মতোই বাংলায় লেখা থাকছে ‘পুলিশ’।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে পুলিশের পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের জন্য জেলা বা বিভিন্ন ইউনিটকে প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপন হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে বলা হয়েছে।

এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ২০০৯ সালে পাল তোলা নৌকা সংযুক্ত করে লোগো চালু করা হয়। গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নানা ক্ষেত্রেই সংস্কার শুরু করে বর্তমান অন্তর্বর্তীকা সরকার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
৪৫

অবশেষে পুলিশের মনোগ্রাম থেকে নৌকা বাদ

আপডেট: ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

নিজস্ব প্রতিবেদক: অবশেষে পুলিশ বাহিনীর লোগোতে পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে বিদ্যমান লোগোতে থাকা ‘পাল তোলা নৌকা’ বাদ দিয়ে নতুন লোগো অনুমোদন হয়েছে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পরই পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা, দুই পাশে ধান ও গমের শিষের মালা এবং ওপরের অংশটি তিনটি পাটপাতা যুক্ত নতুন লোগো ব্যবহারের প্রস্তুতি নিতে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিট ও জেলায় চিঠি পাঠানো হয়েছে।

গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (লজিস্টিকস) নাছিমা আক্তারের সই করা চিঠিতে বলা হয়, ‘বাংলাদেশ পুলিশের বিদ্যমান মনোগ্রাম/লোগো পরিবর্তনের গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নতুন মনোগ্রাম/লোগো চূড়ান্ত করা হয়েছে, যা এরই মধ্যে কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়ে প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে।’

চিঠিতে নতুন লোগোর ছবিও দেয়া হয়। তাতে দেখা যায়, বিদ্যমান লোগোতে থাকা ভাসমান পানিতে পাল তোলা নৌকার জায়গায় ভাসমান জাতীয় ফুল শাপলা আনা হয়েছে। দুই পাশে ধান ও গমের শিষের মালা অভিন্ন থাকলেও ওপরের অংশটিতে তিনটি পাটপাতা যুক্ত করা হয়েছে। বিদ্যমান লোগোতে সেখানে ছিল শাপলা। তবে নিচের সংযোগস্থলে কিছুটা পরিবর্তন থাকলেও তাতে আগের মতোই বাংলায় লেখা থাকছে ‘পুলিশ’।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে পুলিশের পতাকা, সাইনবোর্ড, ইউনিফর্মসহ অন্যান্য সামগ্রীতে নতুন লোগো ব্যবহারের জন্য জেলা বা বিভিন্ন ইউনিটকে প্রস্তুতি নেয়ারও নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপন হওয়া মাত্রই তা যথাযথভাবে ব্যবহার করতে বলা হয়েছে।

এর আগে পুলিশের মনোগ্রাম পরিবর্তন করে ২০০৪ সালের ফেব্রুয়ারিতে প্রজ্ঞাপন জারি করা হয়। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ২০০৯ সালে পাল তোলা নৌকা সংযুক্ত করে লোগো চালু করা হয়। গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নানা ক্ষেত্রেই সংস্কার শুরু করে বর্তমান অন্তর্বর্তীকা সরকার।