০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সিঙ্গাইরে তুচ্ছ ঘটনায় কুপিয়ে হত্যা

নিউজ আপডেট
নিউজ আপডেট

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচরের হানিফের ডাঙ্গার পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যার শিকার মোঃ রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে।

নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ধল্লা ইউনিয়নের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সাথে মোঃ রাহুলসহ তার বন্ধুদের সাথে তুচ্ছ ঘটনায় বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাতে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোঃ রাহুল,আসিফ ও রাসেলসহ কয়েক বন্ধুর উপর হামলা চালায়। কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহত রাসেল বলেন, ওই রাতে আমাদের উপর ১৫/২০ জন হামলা করে। এদের মধ্যে স্থানীয় মোঃ তরিকুল ও মোঃ রাজিব নামে দুইজনকে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনতে পারবো। হামলায় আমি দৌড়ে পালালেও মোঃ রাহুলকে ওরা ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।

আসিফ নামে মোঃ রাহুলের বন্ধু বলেন, হামলাকারীরা বাঁশের লাঠি, দাঁ ও চাকু হাতে আমাদের উপর হামলা করে। আমাকে বাশের লাঠি ও রড দিয়ে আঘাত করে। রাহুলকে ঘটনাস্থলে চাকু ও দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে । এসময় ছেলের সারা শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পাই।

সিঙ্গাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১৬৬

সিঙ্গাইরে তুচ্ছ ঘটনায় কুপিয়ে হত্যা

আপডেট: ১০:৩২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ রাহুল আহমেদ খান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচরের হানিফের ডাঙ্গার পাশে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

হত্যার শিকার মোঃ রাহুল আহমেদ উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মেদুলিয়া গ্রামের মোঃ নজরুল ইসলাম খানের ছোট ছেলে।

নিহতের স্বজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ১০ দিন আগে ধল্লা ইউনিয়নের কামুরা গ্রামের কয়েকজন যুবকের সাথে মোঃ রাহুলসহ তার বন্ধুদের সাথে তুচ্ছ ঘটনায় বাক-বিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে সোমবার রাতে ২০ থেকে ২৫ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে মোঃ রাহুল,আসিফ ও রাসেলসহ কয়েক বন্ধুর উপর হামলা চালায়। কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হামলায় আহত রাসেল বলেন, ওই রাতে আমাদের উপর ১৫/২০ জন হামলা করে। এদের মধ্যে স্থানীয় মোঃ তরিকুল ও মোঃ রাজিব নামে দুইজনকে চিনতে পেরেছি। বাকিদের দেখলে চিনতে পারবো। হামলায় আমি দৌড়ে পালালেও মোঃ রাহুলকে ওরা ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে।

আসিফ নামে মোঃ রাহুলের বন্ধু বলেন, হামলাকারীরা বাঁশের লাঠি, দাঁ ও চাকু হাতে আমাদের উপর হামলা করে। আমাকে বাশের লাঠি ও রড দিয়ে আঘাত করে। রাহুলকে ঘটনাস্থলে চাকু ও দাঁ দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে । এসময় ছেলের সারা শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পাই।

সিঙ্গাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।