০৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

নিউজ আপডেট
নিউজ আপডেট

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের ৭ম তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।

জানা গেছে, পরিবারের চার সদস্য শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন। এমন সময় এসি থেকে বিস্ফোরণ হলে মুহূর্তে ঘরে আগুন ধরে তারা চারজনই পুড়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
২৪

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ

আপডেট: ০১:৩৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের চারজনের অবস্থায়ই গুরুতর।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পার্শ্ববর্তী একটি ভবনের ৭ম তলায় এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০), দুই ছেলে তাওহীদ (৭) ও তানভীর (৯)। তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুরের সদর উপজেলায়।

জানা গেছে, পরিবারের চার সদস্য শুক্রবার রাতে ঘুমিয়ে ছিলেন। এমন সময় এসি থেকে বিস্ফোরণ হলে মুহূর্তে ঘরে আগুন ধরে তারা চারজনই পুড়ে যান।

চিকিৎসকরা জানিয়েছেন, আশপাশের ভাড়াটিয়ারা আগুন নিভিয়ে রাতেই তাদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান।