০৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম:
হাইকোর্টের আরেক বিচারপতি অপসারিত
নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করা হয়েছে।
এ বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ বুধবার (২১ মে) প্রজ্ঞাপন জারি করে।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করে বলা হয়, সংবিধানের ৯৬ এর ৬ অনুচ্ছেদ অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৯৬-এর দফা (৬) মোতাবেক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে হাইকোর্টের বিচারক পদ হতে ২১ মে ২০২৫ তারিখে অপসারণ করেছেন।
উল্লেখ্য, খোন্দকার দিলীরুজ্জামানকে ২০১৮ সালে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ হাইকোর্ট বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর দুই বছর পর তিনি স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন।