সচিবালয়ের আন্দোলন : প্রতিহতের হুঁশিয়ারি হাসনাতের
নিজস্ব প্রতিবেদক: সরকারি সংস্কার কাজে বাধা সৃষ্টি করা হলে বিশেষ করে সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। জনগণই তাদের বিকল্প খুঁজে নেবে বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রামের ২ নম্বর গেইট বিপ্লব উদ্যানে এক পথসভায় এ কথা বলেন তিনি।
দ্বিতীয় দিনের মত জুলাই হত্যার বিচারের দাবিতে জনমত গড়তে পথসভার আয়োজন করে দলটি। সেখানে এনবিআরকে দুর্নীতির আঁতুড়ঘর বলে মন্তব্য করেন হাসনাত।
তিনি অভিযোগ করেন, এখন সচিবালয়ের যেসব কর্মকর্তারা নিজেদের স্বার্থে আন্দোলন করছেন, তারাই ৫ আগস্টের আগে বিগত সরকারকে সমর্থন দিয়েছিল। সেখানকার একজন কর্মকর্তা বা কর্মচারি সেদিন জনগণের পক্ষে অবস্থান নিয়ে পদত্যাগ করেননি।
এখন রাষ্ট্র সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।