০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১১ জুন) সকাল ৭টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও শিশুকন্যা পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবারসহ শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কিনছিলেন। এ সময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ সময় আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
১৩৩

ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ তিনজন নিহত

আপডেট: ০১:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক জন।

বুধবার (১১ জুন) সকাল ৭টায় উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুর্বনা খাতুন ও শিশুকন্যা পূর্ণতা এবং ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার মৃত আবেদ আলী মন্ডলের ছেলে আনিছুর রহমান।

পাকশী হাইওয়ে থানা পুলিশের ইনর্চাজ মোশফিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবারসহ শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোর ফিরছিলেন। পথে ঈশ্বরদীর মিরকামারী মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে লিচু কিনছিলেন। এ সময় পেছন থেকে একটি কার্ভাড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। এ সময় আহত মফিজুল ইসলামকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর চালক কাভার্ডভ্যানটি নিয়ে পালিয়ে যায়।