০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

নিউজ আপডেট
নিউজ আপডেট

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০-২৫ জন।

রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে পিকআপ ও একটি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
১৩২

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট: ০৪:২২:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস-অটোরিকশা ও পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০-২৫ জন।

রবিবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ শেরপুর মহাসড়কের বাগুন্দা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বাগুন্দা নামক স্থানে ওভারটেক করতে গিয়ে পিকআপ ও একটি চালিত অটোরিকশার সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন ২০-২৫ জন।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান জানান, আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছি। এখন পর্যন্ত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।