০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

সাবেক সিইসি হুদাকে আটক করে পুলিশে দিলো জনতা

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করে গণধোলাই দিয়ে, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। রবিবার রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে আটক করা হয়।

কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশিরাতের নির্বাচন’।

কে এম নুরুল হুদার পর একই রাতে আরেক সাবেক সিইসি হাবিবুল আউয়ালকেও আটক করা হয়েছে বলে জানা যায়, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
১০২

সাবেক সিইসি হুদাকে আটক করে পুলিশে দিলো জনতা

আপডেট: ১০:৩১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে আটক করে গণধোলাই দিয়ে, জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে। রবিবার রাতে ডিবি কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক এই সিইসিকে আটক করা হয়।

কে এম নুরুল হুদাসহ বিগত ৩ ‘বিতর্কিত’ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি রেখে শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। সেই সঙ্গে ‘বিতর্কিত’ এসব নির্বাচনে দায়িত্ব পালন করা সাবেক ৩ সিইসিসহ অজ্ঞাতপরিচয়ের মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দায়ের করেছে দলটি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নিলেও ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। অধিকাংশ ভোট আগের রাতে হয়ে যাওয়ার অভিযোগের মধ্যে বিরোধীরা মাত্র সাতটি আসনে জয় পায়। সে নির্বাচনের নাম হয় ‘নিশিরাতের নির্বাচন’।

কে এম নুরুল হুদার পর একই রাতে আরেক সাবেক সিইসি হাবিবুল আউয়ালকেও আটক করা হয়েছে বলে জানা যায়, তবে এর সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।