০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম:
‘নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন’
নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে চীন। দেশটি বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করবে।
চীন সফর নিয়ে সোমবার (৩০ জুন) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটা জানান।
এই সফরে এক চীন নীতির প্রতি বিএনপির দলীয় দৃঢ় অবস্থানের কথা জানিয়েবিএনপি মহাসচিব বলেছেন, তিস্তা প্রকল্প নিয়ে কাজ করছে চীন। বিএনপি ক্ষমতায় এলে তা বিবেচনা করা হবে। একই সঙ্গে রোহিঙ্গা ইস্যু সমাধানে আন্তরিকতার সাথে কাজ করবে দেশটি।
চীন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।