কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার স্মরণসভা ও ইফতার
নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব খন্দকার রাশিদুল হক নবা ও সিনিয়র সাংবাদিক সনৎ নন্দীর মৃত্যুতে স্মরণসভা ও ইফতার মাহফিল করেছে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা। শনিবার রাজধানীর শান্তিনগর পদ্মা-গড়াই ভবনের এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজোয়ানুল হক।
কুষ্টিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আদিত্য শাহীনের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণমূলক আলোচনায় অংশ নেন ফোরামের সিনিয়র সহসভাপতি মাহমুদ হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ূব আনসারী, প্রয়াত সনৎ নন্দীর সহধর্মিনী কৃষ্ণা নন্দী, সিনিয়র সদস্য সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, আহসান নবাব, আতিক হেলাল, রকিবুল হাসান, এম সহিদুল ইসলাম, আবদুল্লাহ জেয়াদ, শাজাহান আকন্দ শুভ প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকায় কর্মরত কুষ্টিয়ার প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নেন।
স্মরণসভা ও ইফতার উপকমিটির আহবায়ক আবু বকর সিদ্দিক উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।