১০:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম:
রাতের আকাশে গণঅভ্যুত্থানের চিত্র
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চলছে মাসব্যাপী জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা। এর অংশ হিসেবে প্রাইভেট ইউনিভার্সিটি রেসিস্টেন্স ডে’-তে চলচ্চিত্র প্রদর্শনী, জুলাইয়ের গান ও ড্রোন শো প্রদর্শনী হয়েছে। এতে রাতের আকাশে ভেসে ওঠে গণঅভ্যুত্থানের চিত্র।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর হাতিরঝিল অ্যাম্পিথিয়েটারে জাতীয় সংগীতের মাধ্যমে এই আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে ‘হিরোস উইদাউট কেপস: প্রাইভেট ইউনিভার্সিটি ইন জুলাই’, ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এরপর পরিবেশিত হয় জুলাইয়ের গান ও কনসার্ট। এতে অংশ নেন শিল্পী সেজান, তাশফি ও সানি এবং ব্যান্ডদল-রেপার কালেক্টিভ ও আর্টসেল।