০৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

হার্টে রিং পরানো হয়েছে : তামিম এখন সিসিউতে

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুক ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেলে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সোমবার (২৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
৫২

হার্টে রিং পরানো হয়েছে : তামিম এখন সিসিউতে

আপডেট: ০২:৪৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে বুক ব্যথা নিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল। পরে এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেলে হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সোমবার (২৪ মার্চ) দুপুরে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সোমবার সকালে সাভারের বিকেএসপিতে যান তামিম। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাব-শাইনপুকুর ম্যাচের টসেও অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোহামেডান-শাইনপুকুর ম্যাচের রেফারি দেবব্রত পাল হাসপাতাল থেকে জানান, তামিমের এনজিওগ্রাম করিয়ে হার্টে ব্লক পাওয়া গেছে।