০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মিরপুরে কারখানায় আগুনে ১৬ জনের লাশ উদ্ধার

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিউজ আপডেট: রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে ক্রসচেকের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি- ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু করা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। এছাড়াও দগ্ধ আরো অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

মিরপুরে কারখানায় আগুনে ১৬ জনের লাশ উদ্ধার

আপডেট: ১২:১৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

নিউজ আপডেট: রাজধানীর মিরপুরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১০ জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে ক্রসচেকের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান বলেন, আমাদের কাছে এখন পর্যন্ত ৭টি মরদেহের দাবিদার এসেছে। জানতে পেরেছি- ঢাকা মেডিকেলে আরও কয়েকটি মরদেহের দাবিদার এসেছে। এদের যাচাই-বাছাই করা হবে। তবে মরদেহগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রাখা হবে। এছাড়া স্বজনদেরও ডিএনএ নমুনা রাখা হবে। এরপর যেসব মরদেহ শনাক্ত করা হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রাতেই সব মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এখন ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহ হলেই লাশ হস্তান্তরের কার্যক্রম শুরু করা যাবে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগরে সাততলা বিশিষ্ট একটি পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার হয়েছে। এছাড়াও দগ্ধ আরো অনেককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।