০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কিশোরগঞ্জের সাবেক এমপি মেহেরপুরে গ্রেপ্তার

নিউজ আপডেট
নিউজ আপডেট

মেহেরপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আফজাল শু কোম্পানির মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আফজাল হোসেনকে আশ্রয় দেয়ায় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মামুন আফজাল শু কোম্পানির একজন কর্মচারী।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সাবেক এমপির অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকালের মধ্যেই আটক আফজাল হোসেনকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের একটি সূত্র জানায়, সোমবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল আফজাল হোসেনের। এ উদ্দেশ্যে সীমান্ত এলাকার একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিও করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
৬৮

কিশোরগঞ্জের সাবেক এমপি মেহেরপুরে গ্রেপ্তার

আপডেট: ০৩:৩৩:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

মেহেরপুর প্রতিনিধি: কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও আফজাল শু কোম্পানির মালিক আফজাল হোসেনকে মেহেরপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে শহরের তাহের ক্লিনিক পাড়ার বাসিন্দা মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আফজাল হোসেনকে আশ্রয় দেয়ায় মামুন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। মামুন আফজাল শু কোম্পানির একজন কর্মচারী।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবা উদ্দিন জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় সাবেক এমপির অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়েছে। ইতোমধ্যে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি টিম মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিকালের মধ্যেই আটক আফজাল হোসেনকে তাঁদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের একটি সূত্র জানায়, সোমবার ভোররাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর পরিকল্পনা ছিল আফজাল হোসেনের। এ উদ্দেশ্যে সীমান্ত এলাকার একটি চক্রের সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিও করেছিলেন তিনি।