জাপানে জনসংখ্যা কমছে আশঙ্কাজনক হারে
জাপানে জনসংখ্যা ২০২৪ সালের অক্টোবরে ১২ কোটি তিন লাখে নেমে এসেছে, যা আগের বছরের তুলনায় আট লাখ ৯৮ হাজার জন কম। ১৪ বছর ধরে এ সংখ্যা কমছে।
এএফপি এক প্রতিবেদনে জানায়, অনুসারে, জাপানের জন্মহার বিশ্বে সর্বনিম্ন। এর ফলে দেশটিতে কর্মক্ষম জনসংখ্যা ও ভোক্তার সংখ্যা কমছে।
ব্যবসাপ্রতিষ্ঠানগুলো কর্মী নিয়োগে হিমশিম খাচ্ছে। জাপানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ১৯৫০ সালে দেশটির সরকার তুলনামূলক তথ্য সংগ্রহ শুরু করার পর থেকে এবারই সবচেয়ে বেশি জনসংখ্যা হ্রাস পেয়েছে।
জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, সন্তান ধারণ করতে চায়—এমন তরুণ পরিবারগুলোকে সরকার সহায়তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু অর্থনৈতিক কারণে তা করতে পারছে না।
তিনি আরো বলেন, ‘আমরা বুঝতে পারছি, জন্মহার হ্রাস অব্যাহত রয়েছে। অনেকে সন্তান লালন-পালন করতে চান, কিন্তু তারা তাদের ইচ্ছা পূরণ করতে পারছেন না।’