পারভেজ হত্যার বিচার দাবিতে ডেমরায় ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িত খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ডেমরা থানা ছাত্রদল। এ সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে নানা স্লোগান দেয় তারা।
বুধবার বিকালে স্টাফ কোয়ার্টার এলাকায় ডেমরা-রামপুরা ও ডেমরা-যাত্রাবাড়ী এসব কর্মসূচি পালন করা হয়। এ সময় মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে ডেমরা চৌরাস্তা মার্কেটের সামনে এসে শেষ হয়৷
এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক কাজী ফয়সাল আহমেদ মিথুন, ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম তারেক, হানিফ মাসুদ রানা, মাহিব হাসান কাউসার, নাছিরউদ্দিন নাছির, ইউসুফ প্রধান,শহিদুল ইসলাম বাবু, কাউসার আহমেদ বিজয়, সদস্য আকবর খান, আল-আমিন ফয়সাল, সোহেল রানা, রফিকুল ইসলাম রাফি, শামিম হোসেনসহ নেতাকর্মীরা।
ছাত্রদল নেতাকর্মীরা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা দেশকে উশৃংখল রাখার জন্য গভীর ষড়যন্ত্র শুরু করেছে অনেক আগেই। আওয়ামী লীগের ক্ষমতাকালীন তারা চুরি-ডাকাতি, গুম-খুন, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলযজ্ঞ ও লুটপাট সহ নানা ধরনের অপরাধ করেছে তারা। বর্তমানে দেশের সার্বিক প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা খুন খুন করা শুরু করেছে। ছাত্রদল নেতা পারভেজ হত্যার সঙ্গে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় না আনা হলে ছাত্রদল নেতারা আর ঘরে বসে থাকবে না।