০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম:
সমাজসেবায় সন্মাননা পেলেন ইঞ্জিনিয়ার হেলাল
নিজস্ব প্রতিবেদক: সমাজসেবায় বিশেষ অবদানের জন্য সন্মাননা পেলেন ভোলা সমিতি, ঢাকার আহবায়ক ইঞ্জিনিয়ার মো: হেলাল উদ্দিন তালুকদার। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের কাছ থেকে তিনি এই ক্রেস্ট গ্রহন করেন।
দ্বীপজেলা নাগরিক ঐক্য ফোরামের উদ্যোগে ‘ভোলা জেলার উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিম উদ্দিন আলম ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন।
সংগঠনের আহবায়ক নূর মোর্শেদের সভাপতিত্বে সভায় সঞ্চালক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব মোঃ মোস্তফা।