০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

উইম্বলডনের নতুন রানী

নিউজ আপডেট
নিউজ আপডেট

এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতলেও উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ছিল তার অধরাই। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে পোল্যান্ডের তারকা ইগা সিওনতেক নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

রবিবার (১২ জুলাই) এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটেই ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে প্রতিপক্ষকে ডাবল ব্যাগেল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন সিওনতেক।

৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লিখিয়েছেন এই পোলিশ তারকা। এর আগে ১৯১১ সালে উইম্বলডন ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স।

১৯৮৮ সালে নাতাশা জভেরেভকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। এবার সেই কীর্তিরই পুনরাবৃত্তি করলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল সিওটেকের শততম জয়। যা সেরেনা ‍উইলিয়ামসের (২০০৪, ১১৬ ম্যাচে ১০০) পর সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ (১২০ ম্যাচের মধ্যে) জয় এবং এদিক থেকে তিনি এই মার্কিন কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন)। সবমিলিয়ে তিনি পঞ্চম সর্বকনিষ্ঠ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
১৪৭

উইম্বলডনের নতুন রানী

আপডেট: ০১:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

এর আগে পাঁচটি গ্র্যান্ড স্লাম ট্রফি জিতলেও উইম্বলডনের ঐতিহ্যবাহী ‘ভেনাস রোজওয়াটার ডিশ’ ছিল তার অধরাই। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে পোল্যান্ডের তারকা ইগা সিওনতেক নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়।

রবিবার (১২ জুলাই) এককের ফাইনালে মাত্র ৫৭ মিনিটেই ইতিহাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে কোন গ্র্যান্ডস্লামের ফাইনালে প্রতিপক্ষকে ডাবল ব্যাগেল উপহার দিয়ে চ্যাম্পিয়ন হলেন সিওনতেক।

৩৭ বছর পর অবিশ্বাস্য এই কীর্তিতে নাম লিখিয়েছেন এই পোলিশ তারকা। এর আগে ১৯১১ সালে উইম্বলডন ফাইনালে ডোরা বুথবিকে ৬-০, ৬-০ গেমে হারিয়েছলেন ডরোথি ল্যাম্বার্ট-চ্যাম্বার্স।

১৯৮৮ সালে নাতাশা জভেরেভকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন সর্বকালের অন্যতম সেরা নারী টেনিস খেলোয়াড় স্টেফি গ্রাফ। এবার সেই কীর্তিরই পুনরাবৃত্তি করলেন তিনি।

গ্র্যান্ড স্ল্যামে এটি ছিল সিওটেকের শততম জয়। যা সেরেনা ‍উইলিয়ামসের (২০০৪, ১১৬ ম্যাচে ১০০) পর সবচেয়ে দ্রুততম ১০০ ম্যাচ (১২০ ম্যাচের মধ্যে) জয় এবং এদিক থেকে তিনি এই মার্কিন কিংবদন্তির পর সর্বকনিষ্ঠ (২৪ বছর ৩০ দিন)। সবমিলিয়ে তিনি পঞ্চম সর্বকনিষ্ঠ।