বন্যায় পাঞ্জাবে ২৪ ঘন্টায় নিহত ৬৫
অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ২৪ ঘন্টায় অন্তত ৬৫ জনের প্রাণহানি হয়েছে। আহত তিন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করে উদ্ধার তৎপরতায় নামানো হয়েছে সেনাবাহিনী।
ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, চকওয়ালসহ পাঞ্জাব প্রদেশে বেশ কয়েকটি জেলায় ১৪৪ ধারা জারি করে ৩০ আগস্ট পর্যন্ত নদী আর বাঁধের পানিতে সাঁতারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। চরম নাজুক পরিস্থিতিতে ক্ষয়ক্ষতি এড়াতে রাওয়ালপিণ্ডিতে বৃহস্পতিবার (১৭ জুলাই) সাধারণ ছুটি ঘোষণা করে নগরবাসীকে ঘরে থাকার নির্দেশনা দেয়া হয়।
চকওয়ালে একটি বাঁধ ধসে একাধিক গ্রামের রাস্তা আর সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঝিলাম ও চেনাব নদীর পানি বেড়ে তলিয়ে গেছে দুই তীরের বিস্তীর্ণ জনবসতি।
গত ২৬ জুন থেকে ভারী বৃষ্টিতে বন্যায় পাকিস্তানের বিভিন্ন এলাকায় পানিতে ডুবে, ভূমিধসে আর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কমপক্ষে ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে শুধু পাঞ্জাবেই প্রাণহানি হয়েছে ১০৩ জনের।