০৭:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ : একজন নিহত

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজম্ব প্রতিবেদক: রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে সেলিম রেজা আরঙ্গ (৩৫) নামে একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটোগ্যাস অ্যান্ড কনভারসন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেলিম রেজা টাঙ্গাইলের নাগরপুর থানার গয়াহাটার মৃত আমজাদ মিয়া ছেলে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে এসে দেখি, এই ফিলিং স্টেশনের কাজ চলছিল। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলছিল। হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। শক ওয়েভ হয়ে কয়েকটি বাস মাইক্রোবাস ও ওই এলাকার বাড়ি-ঘরের গ্লাস ভেঙে গেছে।’

স্থানীয়রা জানান, এলাকায় হঠাৎ করে গ্যাস লাইনের কাজ করা অবস্থায় বিস্ফোরণ হয়। এতে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যত বাসা রয়েছে সবগুলোর গ্লাস ভেঙে গেছে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
১১৩

রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণ : একজন নিহত

আপডেট: ০৪:১৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫

নিজম্ব প্রতিবেদক: রংপুরে এলপিজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে সেলিম রেজা আরঙ্গ (৩৫) নামে একজন প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে মেসার্স সিও বাজার এলপিজি অটোগ্যাস অ্যান্ড কনভারসন সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সেলিম রেজা টাঙ্গাইলের নাগরপুর থানার গয়াহাটার মৃত আমজাদ মিয়া ছেলে।

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, ‘সংবাদ পেয়ে এসে দেখি, এই ফিলিং স্টেশনের কাজ চলছিল। কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘এলপিজি অটো গ্যাস সেন্টারে মেরামতের কাজ চলছিল। হঠাৎ গ্যাস ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ট্যাংক ও যন্ত্রপাতি ছিটকে পড়ে। শক ওয়েভ হয়ে কয়েকটি বাস মাইক্রোবাস ও ওই এলাকার বাড়ি-ঘরের গ্লাস ভেঙে গেছে।’

স্থানীয়রা জানান, এলাকায় হঠাৎ করে গ্যাস লাইনের কাজ করা অবস্থায় বিস্ফোরণ হয়। এতে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে যত বাসা রয়েছে সবগুলোর গ্লাস ভেঙে গেছে।