০৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
শিরোনাম:
সেনা কল্যাণের কার্যক্রম পরিদর্শনে বাণিজ্য উপদেষ্টা
নিজস্ব প্রদিবেদক: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সেনা কল্যাণ সংস্থার আওতাধীন সেনা এডিবল অয়েল এবং সেনা ফ্লাওয়ার মিল, নারায়ণগঞ্জ পরিদর্শন করেছেন গত ৫ এপ্রিল। এ সময় তাকে স্বাগত জানান সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজের মহাপরিচালক এয়ার কমডোর মোঃ রবিউল হাসান এবং ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শাহীন ইকবাল।
উপদেষ্টা সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবীব উল্লাহ এবং সংস্থার অন্যান্য মহা পরিচালকগণের সাথে সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন স্থাপনা ও কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ উপস্থিত ছিলেন।
বাণিজ্য উপদেষ্টা ফ্যাক্টরি পরিদর্শন শেষে ফ্যাক্টরি প্রাঙ্গনে একটি বৃক্ষরোপণ করেন এবং সেনা কল্যাণ সংস্থার বিভিন্ন কল্যাণ মূলক কার্যক্রম সম্পর্কে অবহিত হন।