০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
শিরোনাম:
ভারতে ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস
ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ৭ জেলায় অভিযান চালিয়ে ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে। স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ৬টি ঈদগাহ।
বুধবার থেকে এই অভিযান শুরু করা হয়। ভারতের মহারাজগঞ্জ, সিদ্ধার্থনগর, বলরামপুর, শ্রাবস্তী, বাহরাইশ, লাখিমপুর খেরি এবং পিলভিটএ এই অভিযান চালানো হয়। এই রাজ্যগুলো ভারত-নেপাল সীমান্তের নিকটবর্তী। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিলো বলে জানিয়েছে রাজ্য প্রশাসন।
ভারতের কেন্দ্র ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ‘প্রশিক্ষণ কেন্দ্র’ হিসেবে ব্যবহৃত হচ্ছে।