০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

এবার স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবি এনসিপির

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে নানা রকম বক্তব্য দেন তারা।

এক পর্যায়ে পুলিশের বেরিকেড ভেঙে নির্বাচন কমিশনের মুল ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভরত এনসিপির নেতা কর্মীরা। তারা মূল ফটকে অবস্থান নিয়েছে। এতে নির্বাচন কমিশন মূল ফটক অবরুদ্ধ হয়ে পড়ে।

বুধবার (২১ মে) এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে আগারগাওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
এসময় উপস্থিত ঢাকার বিভিন্ন থানার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে।

সেখানে প্রতিবাদ সমাবেশে উপস্থিত এনসিপির নেতারা বলছেন, নির্বাচন কমিশন একটি বড় দলের পক্ষপাত করছে। তাদের কর্মকান্ড ও কাজে বড় রাজনৈতিক দলের বক্তব্যের সাথে মিল আছে।

তাদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের চেহারা হারিয়েছে ইসি, তারা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে করতে এই কমিশন সক্ষম নয়।

ইসির পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং ফ্যাসিস্ট সরকারের সময়ে করা আইনের মাধ্যমে যে কমিশন গঠন হয়েছে তার প্রতি আস্থা নেই জানিয়ে কমিশনারদের পদত্যাগ বা পুনর্গঠনের দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০২:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
১৬৯

এবার স্থানীয় সরকার নির্বাচন ও ইসি পুনর্গঠনের দাবি এনসিপির

আপডেট: ০২:১৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার (২১ মে) বেলা পৌনে ১২টার দিকে আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে জড়ো হয়ে নানা রকম বক্তব্য দেন তারা।

এক পর্যায়ে পুলিশের বেরিকেড ভেঙে নির্বাচন কমিশনের মুল ফটকের সামনে অবস্থান নেয় বিক্ষোভরত এনসিপির নেতা কর্মীরা। তারা মূল ফটকে অবস্থান নিয়েছে। এতে নির্বাচন কমিশন মূল ফটক অবরুদ্ধ হয়ে পড়ে।

বুধবার (২১ মে) এনসিপির ঢাকা মহানগরের উদ্যোগে আগারগাওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে দলটি।
এসময় উপস্থিত ঢাকার বিভিন্ন থানার প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে রাজনৈতিক মহলে যে জটিলতা তৈরি হয়েছে তা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণেই হয়েছে।

সেখানে প্রতিবাদ সমাবেশে উপস্থিত এনসিপির নেতারা বলছেন, নির্বাচন কমিশন একটি বড় দলের পক্ষপাত করছে। তাদের কর্মকান্ড ও কাজে বড় রাজনৈতিক দলের বক্তব্যের সাথে মিল আছে।

তাদের অভিযোগ, সাংবিধানিক প্রতিষ্ঠানের চেহারা হারিয়েছে ইসি, তারা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছে। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠুভাবে করতে এই কমিশন সক্ষম নয়।

ইসির পক্ষপাতদুষ্ট ভূমিকা এবং ফ্যাসিস্ট সরকারের সময়ে করা আইনের মাধ্যমে যে কমিশন গঠন হয়েছে তার প্রতি আস্থা নেই জানিয়ে কমিশনারদের পদত্যাগ বা পুনর্গঠনের দাবি জানান তারা।