এনবিআর বিলুপ্তির প্রতিবাদে অসহযোগ আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দাবিতে অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
আজ বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে চার দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
ঐক্য পরিষদের নেতারা জানান, চার দফা দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। এর পাশাপাশি স্ব স্ব দফতরে অবস্থান কর্মসূচি পালন করবেন এনবিআরের কর্মীরা।
এছাড়া, আগামী ২৪ মে এবং ২৫ মে কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলো ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।
এ দুইদিন কাস্টমস হাউস এবং এলসি স্টেশনগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রফতানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
আর আগামী ২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দফতরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।