০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন বিএনপি মহাসচিব

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি, সরকার ইশরাক হোসেনকে শপথ দেয়ার ব্যবস্থা নেবেন। সেইসঙ্গে এ বিষয়ে তিনি আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান ফখরুল।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে, যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর-জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি আশা করবো যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তুলবার চেষ্টা করবেন।’

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
১৩৯

নেতাকর্মীদের উদ্দেশে যা বললেন বিএনপি মহাসচিব

আপডেট: ০৪:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আশা করি, সরকার ইশরাক হোসেনকে শপথ দেয়ার ব্যবস্থা নেবেন। সেইসঙ্গে এ বিষয়ে তিনি আর সড়ক অবরোধ না করে জনগণের স্বস্তির জন্য নেতাকর্মীদের রাস্তা থেকে সরে যাওয়ার অনুরোধ জানান ফখরুল।

বৃহস্পতিবার (২২ মে) বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট হাইকোর্টে খারিজ হওয়ার পর ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল তার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই রায়ে জনগণের বিজয় হয়েছে। এটাতে নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে। আমরা জানি যে, যখন মেয়র নির্বাচন হয় তখন সেটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জোর-জবরদস্তি করে এই ফলাফল কেড়ে নিয়েছিল। জনতার মেয়র হিসেবে ঢাকাবাসীসহ দেশের জনগণ ইশরাককে মেয়র ঘোষণা করেছিল।’

ইশরাক হোসেনের শপথ দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি আশা করবো যে, মন্ত্রণালয়ে আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা করবেন এবং পরিস্থিতিকে সহজ করে তুলবার চেষ্টা করবেন।’