০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

ভারতে বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জন নিহত

নিউজ আপডেট
নিউজ আপডেট

ভারতের উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, নিহতদের পরিবারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি জরিপ চালানোর নির্দেশও দেয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়।

এদিকে ঝড়ের কারণে রাজ্যের ঝাঁসি জেলার সিংঘার গ্রামে বিপুল সংখ্যক টিয়াপাখি মারা গেছে। স্থানীয়রা জানান, গ্রামের এক মন্দির সংলগ্ন বৃহৎ পিপল গাছটিকে বহু টিয়াপাখির বাসস্থান হিসেবে দেখা যেত। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে অনেক টিয়াপাখি হতাহত হয়।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
১৪২

ভারতে বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জন নিহত

আপডেট: ১০:৪৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ভারতের উত্তরপ্রদেশে প্রবল বজ্রপাত ও ঝড়ে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার থেকে প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে এই প্রাণহানির ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশ রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, নিহতদের পরিবারের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ পৌঁছে দিতে হবে। পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে জরুরি জরিপ চালানোর নির্দেশও দেয়া হয়েছে, যাতে দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়া সম্ভব হয়।

এদিকে ঝড়ের কারণে রাজ্যের ঝাঁসি জেলার সিংঘার গ্রামে বিপুল সংখ্যক টিয়াপাখি মারা গেছে। স্থানীয়রা জানান, গ্রামের এক মন্দির সংলগ্ন বৃহৎ পিপল গাছটিকে বহু টিয়াপাখির বাসস্থান হিসেবে দেখা যেত। হঠাৎ ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে অনেক টিয়াপাখি হতাহত হয়।