০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম:
সচিবালয়ে এক ঘন্টার কর্মবিরতি পালন
নিজস্ব প্রতিবেদক:‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ের প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
একই সঙ্গে মাঠপর্যায়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়সহ সব দপ্তরে একই সময়ে এই কর্মবিরতি অব্যাহত রাখা হবে এবং দাবি পূরণ না হলে ৩১ মে’র পর থেকে নতুন কর্মসূচি দেয়া হবে বলে জানান ঐক্য ফোরামের নেতারা।