রাজধানীসহ বিভিন্ন স্থানে টানা বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে টানা বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিপাত হয়েছে। এর ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছে পর্যটন কেন্দ্রগুলো। রাজধানীতে সকাল থেকে বৃষ্টি হওয়ায় নগরজুড়ে তীব্র যানজটের ভোগান্তি তৈরি হয়েছে।
বুধবার সকাল থেকে বৃষ্টি ও বাতাস বইতে শুরু করে, আজও অব্যাহত আছে। আকাশে ঘন মেঘের উপস্থিতি রয়েছে।
লঘুচাপের কারণে সমুদ্রের পানির স্তর বেড়ে নদ-নদীগুলোর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে বলে পানিউন্নয়ন বোর্ড জানিয়েছে। এতে করে উপকূলের ভাঙনকবলিত বেড়িবাঁধ এলাকার মানুষজনের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক।
এদিকে উত্তাল হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর, বেড়েছে বাতাসের চাপও।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে এবং এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। এজন্য পায়রাসহ দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। একই সঙ্গে মাছধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।