নারায়ণগঞ্জে আধিপত্যের দন্দ্বে সংঘর্ষে নিহত ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি : গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে হাফিজিবাগে দুই কাউন্সিলরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ হয়।
জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের নেতৃত্বে কুদ্দুস মিয়া (৬০) নামের একজনকে কুপিয়ে গুরুতর আহত করা হলে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরক্ষণে লাশ নিয়ে পুরো এলাকায় বিক্ষোভ মিছিল করেন নিহতের পরিবার ও এলাকাবাসী। এই ঘটনার ৪ ঘণ্টা পরেই সাবেক কাউন্সিলর হান্নান সরকার সমর্থক মেহেদী নামের একজনকে কুদ্দুস হত্যার অভিযোগে গণপিটুনি দিয়ে মারে সাবেক কাউন্সিলর আবুল কাওসার আশা সমর্থকেরা।
সাবেক কাউন্সিলর হান্নান সরকার নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সাবেক এমপি আবুল কালামের অনুসারী।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার গ্লোবাল টেলিভিশনকে জানান, লাশ মর্গে পাঠানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে। পুলিশ ও সেনাবাহিনী ওই এলাকায় কাজ করছে। আগের একটি মামলা রয়েছে। মার্ডার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছেন। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।