নিবন্ধনের জন্য আবেদন করে যে প্রতীক চাইলো এনসিপি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’। রবিবার (২২ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয়ে ‘শাপলা’ প্রতীক চেয়ে দলটির পক্ষ থেকে আবেদনপত্র জমা দেয়া হয়।
আবেদনপত্র জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
আখতার হোসেন বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সব শর্ত পূরণ করে নিবন্ধনের আবেদন জমা দিয়েছি। নির্বাচন কমিশনের কর্মকর্তারা আবেদন গ্রহণ করেছেন এবং আমাদের রিসিভ কপি দিয়েছেন।
দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ তারিখের গণঅভ্যুত্থানের মতোই আগামীর জাতীয় নির্বাচনে ‘শাপলা’ প্রতীকে বাংলাদেশের জনগণ বিজয় ছিনিয়ে আনবে এবং এনসিপির নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে।’ দলটির পছন্দের প্রতীকের তালিকায় ‘শাপলা’র পাশাপাশি ‘কলম’ ও ‘মোবাইল’ রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে এ দলটি গঠিত হয়।