শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
মুন্সিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
শনিবার (২৮ জুন) ভোরে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জালাল উদ্দীন, জিল্লুর রহমান, ডাক্তার হালিম ও ট্রাকের হেল্পার মো: হাসিব। এই দুর্ঘটনায় আহত অন্তত ১৫ জন।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম নিশ্চিত করে জানান, যশোর থেকে ঢাকাগামী একটি নাইটকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর উভয় যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ের সঙ্গে আলাদাভাবে ধাক্কা খায়।এসময় ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান। পরে আরো দুইজন মারা যান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনজার্জ দেওয়ান আজাদ জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ঢাকামুখী বাস হামদান এক্সপ্রেস ট্রাকের পিছনে ধাক্কা দিলে দু্ই গাড়ি রেলিংয়ের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে বাসের দুই যাত্রী মারা যান আর ঢাকা মেডিকেলে আরেক বাস যাত্রী ও ট্রাকের হেল্পার মারা যান।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা পাঠান।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুইটা মরদেহ থানায় রয়েছে। আর বাকি দু্ইটা ঢাকা মেডিকেলের মর্গে আছে।