ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি এনসিপির
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারাদেশে ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত পদযাত্রার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার (২৯ জুন) দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ট্যাগলাইনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস এবং ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার ইশতেহার পাঠ করা হবে। এছাড়া ৫ আগস্ট উদযাপন করা হবে ছাত্র-জনতার মুক্তি দিবস।
নাহিদ ইসলাম বলেন, মাসব্যাপী তারা ছাত্র-জনতার আন্দোলনে যারা আহত হয়েছিলেন, তাদের কাছে যাবেন। যাবেন শহীদ পরিবারের কাছে। অন্য যারা সহযোদ্ধা ছিলেন, তাদের কাছে যাবেন। সবার কাছে শুনবেন জুলাই অভ্যুত্থান নিয়ে আকাঙক্ষার কথা।
জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না করায় ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা কারও মুখাপেক্ষী নয়। প্রয়োজনে গণঅভ্যুত্থানে অংশগ্রহনকারীদের নিয়ে ঘোষণাপত্র দেয়া হেবে।
নাহিদ বলেন, যারাই ক্ষমতায় আসুক, সেখানে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে।
সারজিস আলম ও অনিক রায়কে প্রধান করে উদযাপন কমিটি ঘোষণা করেছে এনসিপি।