০২:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
শিরোনাম:
সব আন্দোলন প্রত্যাহার : কর্মচঞ্চল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: সব ধরনের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে, তাই স্বাভাবিক হয়ে এসেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সোমবার (৩০ জুন) সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী। কয়েকদিনের স্থবিরতার আবারও এনবিআরে পর তৈরি হয়েছে কর্মচাঞ্চল্য।
ব্যবসায়িদের মধ্যস্থ্যতায় ররিবার রাতে ‘মার্চ ফর এনবিআর’ এবং ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করা হয়।
সকাল নয়টার আগ থেকেই কর্মস্থলে প্রবেশ করতে শুরু করে কর্মকর্তা-কর্মচারিরা। আটটার দিকে অফিসে আসেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
কর্মসূচি প্রত্যাহারের পর এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, কিছু বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। সরকার যে কমিটি করেছে, তাকে আমরা স্বাগত জানাই। ব্যবসায়ীদের অনুরোধে সব কার্যক্রম সচল রাখতে শাটডাউন প্রত্যাহার করা হলো।