আজ পবিত্র আশুরা
নিজস্ব প্রতিবেদক: আজ ১০ মহররম। পবিত্র আশুরা। এই দিনে ফোরাতের তীরে মহানবীর (সা.) দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) ও তার সঙ্গীরা এজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদত বরণ করেন। দিনটি সরকারি ছুটির দির। এ উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়। মিছিলটি বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হয় বলে জানা গেছে।
আজ রবিবার সকাল ১০টার পর পুরান ঢাকার হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের যাত্রা শুরু হয়।
‘হায় হোসেন, হায় হোসেন’ শোকের মাতমে তাজিয়া মিছিল হোসেনি দালান থেকে যাত্রা করে। তাজিয়া মিছিলের ইমাম হোসেনের সমাধির আদলে প্রতীকী সমাধিও বহন করতে দেখা গেছে। ছোট-বড় এসব প্রতীকী সমাধিতে অনেকেই বিভিন্ন নিয়তে টাকাপয়সা দান করছেন। কালো পোশাক পরে অংশগ্রহণকারী অনুসারীরা মিছিল নিয়ে এগিয়ে চলেন। নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে শোকের মাতমে শরিক হয়েছেন।
এদিকে তাজিয়া মিছিলের নিরাপত্তায় ছিল বাড়তি পুলিশ ও র্যাবের পাহারা। কঠোর নিরাপত্তায় মিছিলটি হোসেনি দালান থেকে ধানমন্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মিছিলে লম্বা বাঁশের মাথায় নানা রকম পতাকা বহন করা হয়।
এদিকে তাজিয়া মিছিল ঘিরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে।
নাগরিকদের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন এলাকায় তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি বহন এবং আঁতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন ডিএমপি কমিশনার।