শিল্পপতির কন্যাকে গুম করে রেখেছে ওসমান বাহিনী!
নরসিংদী প্রতিনিধি : নারায়ণগঞ্জের শিল্পপতি মনছুর আহম্মেদ ও তার পরিবারের সদস্যদের নির্যাতন ও গুমের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিল্পপতির মেয়ের জামাতা এ কে এম তৌহিদুজ্জামান ।
আজ শনিবার দুপুরে পৌর শহরের ব্রাক্ষন্দী নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট সরকারের দোসর গডফাদার শামিম উসমান ও তার শালিকা ফেরদৌস আরা ও তার বাহিনী অত্যাচার-নির্যাতন করে আসছে। শিল্পপতি মুনছুর আহম্মেদ বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে আহত হয়ে বর্তমানে সিংগাপুরে চিকিৎসাধীন রয়েছেন। একমাত্র ছেলে মারা যাওয়ায় উনার স্ত্রীও স্ট্রোক করে বিছানায় শয্যাশায়ী । তার পুত্রসন্তান কিছুদিন আগে মারা যাওয়ায় একমাত্র মেয়ে লামিয়া ইবনাত লিনাকে হত্যার উদ্যেশ্যে গুম করে রেখেছে শামীম ওসমান বাহিনী। বর্তমানে শামীম ওসমানের শ্যালিকা ফেরদৌস আরা, নাবিল ওয়ারিশ, ইসরাত জাহান ইসমি, মাহিরা চৌধুরীর হেফাজতে শিল্পপতির একমাত্র কন্যা লামিয়া ইসরাত লিনা আটক রয়েছে।
এ বিষয়ে থানায় অভিযোগসহ প্রশাসনে লিখিত অভিযোগ দিয়ে প্রশাসনের সহযোগিতা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন এ কে এম তৌহিদুজ্জামান। অভিলম্বে শামীম ওসমানের শালিকা ফেরদৌস আরা ও তার বাহীনির কবল থেকে তার স্ত্রীকেসহ শশুর- শাশুড়িকে জীবত উদ্ধারসহ দোষীদের বিচারের দাবি জানান তিনি।