০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

দেশের প্রতিটি মানুষ হাসিনার ধ্বংসের ভুক্তভোগী: তারেক

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে, তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বিরোধী দলকে দমনপীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে। সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৩৯

দেশের প্রতিটি মানুষ হাসিনার ধ্বংসের ভুক্তভোগী: তারেক

আপডেট: ০৬:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আগামীতে কারা দেশকে নেতৃত্ব দেবে, তা বাছাই করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনা দেশকে ধ্বংস করে দিয়েছে। দেশের প্রতিটি মানুষ এই ধ্বংসের ভুক্তভোগী। এখন দেশকে গড়ে তোলার সময় এসেছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি, উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে গেছে। নির্বাচনের নামে দেশের জনগণের সঙ্গে তামাশা ও প্রতারণা করেছে শেখ হাসিনা। শেখ হাসিনা বিরোধী দলকে দমনপীড়ন, মিথ্যা মামলা ও গুম করেছে। কাউকে ভোট দিতে দেয়নি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী সরকারের ১৫ বছরের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে হবে। সময় এসেছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। কোনোভাবেই আর দেশকে পিছিয়ে পড়তে দেয়া যাবে না।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।