গুম-খুনের শিকার পরিবারগুলোর জন্য এ সরকার কিছু করেনি: ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবারগুলোর জন্য এ সরকার কিছু করেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে গুম হওয়া পরিবারের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেয়া হবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, মানুষের কল্যাণে না লাগলে সংষ্কার কোন কাজে আসবে না।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (২৯ জুলাই) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে ‘গণতান্ত্রিক পদযাত্রায়-শিশু’ শীর্ষক পথযাত্রা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান হয়েছে রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক খেলার মাঠে।
‘
বিএনপি মহাসচিব জানান, বিগত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর মূল্যায়ন এখনো হয়নি। সরকার পতনের পর অনেকেই নতুন করে চাকরি, বড় ব্যবসা করছেন। কিন্তু, পিতাহারা সন্তানদের জন্য কার্যকর কিছুই হচ্ছে না।
পরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও বিগত দিনে গুম হওয়া পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রার মাধ্যমে মানবিক বাংলাদেশ গঠনের আহবান জানান বিএনপি মহাসচিব।