০৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা কারো করুণার বিষয় নয় : তারেক

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছ।

সবাই মিলে এখন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষকে অত্যাচার করে অবশেষে স্বৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া।

মঙ্গলবার বিকালে যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মরহুম নেতা তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তরিকুল ইসলামের পুত্র ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, জনগণের দল বিএনপিই প্রথম দেশ ও রাজনীতি সংস্কারে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। এখন অনেকেই নানাথরনের সংস্কারের কথা বলছেন। কিন্তু আমাদের প্রস্তাবিত ৩১ দফার ভিত্তিতেই দেশের প্রকৃত সংস্কার হতে পারে। দলের প্রতিটি নেতা-কর্মীকে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতের সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫
৭০

অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা কারো করুণার বিষয় নয় : তারেক

আপডেট: ০৫:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের পানিবঞ্চিত মানুষেরা আজ সারা বিশ্বকে জানিয়ে দিতে চায়, ভারতের সঙ্গে বাংলাদেশের যে ৫৪টি অভিন্ন নদী, এই নদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য, এটি বাংলাদেশের মানুষের প্রাপ্য।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়ায় ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আজকে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। বাংলাদেশের মানুষকে তথা উত্তরাঞ্চলের মানুষকে আজ আন্দোলন করতে হচ্ছ।

সবাই মিলে এখন দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষকে অত্যাচার করে অবশেষে স্বৈরাচারি ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে, সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া।

মঙ্গলবার বিকালে যশোর টাউন হল ময়দানে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির মরহুম নেতা তরিকুল ইসলামের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তরিকুল ইসলামের পুত্র ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, জনগণের দল বিএনপিই প্রথম দেশ ও রাজনীতি সংস্কারে ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছে। এখন অনেকেই নানাথরনের সংস্কারের কথা বলছেন। কিন্তু আমাদের প্রস্তাবিত ৩১ দফার ভিত্তিতেই দেশের প্রকৃত সংস্কার হতে পারে। দলের প্রতিটি নেতা-কর্মীকে এই ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র মেরামতের সংস্কার কাজ সম্পন্ন করার জন্য সর্বাত্মকভাবে কাজ করতে হবে।