০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রংপুরে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নিউজ আপডেট
নিউজ আপডেট

রংপুর থেক সংবাদদাতা: রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা প্রচেষ্টা মামলার আসামী আওয়ামী লীগ নেত্রী ও নারী উদ্যেক্তা লিপি খান ভরসার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার রাত পৌনে দশটায় এ আদেশ দেন রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান।

এর আগে লিপি খান ভরসাকে বেলা সাড়ে এগারটায় ঢাকার গুলশান এলাকার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে সরাসরি রংপুরে নিয়ে আসে।
তাকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে মামুনকে গুলি করে আহত করার মামলায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, লিপি খান ওই মামলায় এজাহার নামীয় আসামী তার নাম ১৭৯ নম্বরে এজাহারে আছে।

পরে গোপনে রাত ৯ টার দিকে পুলিশ তাকে আদালতে নিয়ে আসে। সেখানে আসামীর পক্ষে কোন রিমান্ড আবেদন না করায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। আদালতে রাত সাড়ে ৯টায় শুনানী শুরু হয়।

আসামী পক্ষের আইনজিবী রাতুজ্জামান রাতুল জামিনের আবেদন করলে কোট সিএস আই জামিন না দেবার আদেন জানান। শুনানী শেষে জামিন না মজ্ঞুর করে কাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
৬৩

রংপুরে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

আপডেট: ১১:১৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

রংপুর থেক সংবাদদাতা: রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা প্রচেষ্টা মামলার আসামী আওয়ামী লীগ নেত্রী ও নারী উদ্যেক্তা লিপি খান ভরসার জামিন না মজ্ঞুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

রবিবার রাত পৌনে দশটায় এ আদেশ দেন রংপুর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান।

এর আগে লিপি খান ভরসাকে বেলা সাড়ে এগারটায় ঢাকার গুলশান এলাকার বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে সরাসরি রংপুরে নিয়ে আসে।
তাকে রংপুর মেট্রোপলিটান কোতয়ালী থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে মামুনকে গুলি করে আহত করার মামলায় গ্রেফতার দেখানো হয়।

পুলিশ জানায়, লিপি খান ওই মামলায় এজাহার নামীয় আসামী তার নাম ১৭৯ নম্বরে এজাহারে আছে।

পরে গোপনে রাত ৯ টার দিকে পুলিশ তাকে আদালতে নিয়ে আসে। সেখানে আসামীর পক্ষে কোন রিমান্ড আবেদন না করায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। আদালতে রাত সাড়ে ৯টায় শুনানী শুরু হয়।

আসামী পক্ষের আইনজিবী রাতুজ্জামান রাতুল জামিনের আবেদন করলে কোট সিএস আই জামিন না দেবার আদেন জানান। শুনানী শেষে জামিন না মজ্ঞুর করে কাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।