০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

মোস্তফা মহসিন মন্টু আর নেই

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক:: জনপ্রিয় রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মন্টু ছিলেন একজন আদর্শিক গণতান্ত্রিক নেতা। ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৯২ সালে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে তিনি দলের একটি বিভক্ত অংশের সভাপতি নির্বাচিত হন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, এই প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১০:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
১৩৪

মোস্তফা মহসিন মন্টু আর নেই

আপডেট: ১০:০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক:: জনপ্রিয় রাজনীতিক, মুক্তিযুদ্ধের সংগঠক এবং গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

মন্টু ছিলেন একজন আদর্শিক গণতান্ত্রিক নেতা। ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হন এবং ১৯৯২ সালে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর গণফোরামে যোগ দেন। ২০০৯ সালে তিনি দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৩০ নভেম্বর অনুষ্ঠিত গণফোরামের সপ্তম জাতীয় সম্মেলনে তিনি দলের একটি বিভক্ত অংশের সভাপতি নির্বাচিত হন।

তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, এই প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বকে হারানো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।