০৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

সিএনজি অটোরিকশা চালকদের চাপে নতি স্বীকার সরকারের!

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকদের বিক্ষোভের মুখে মিটারের বেশি ভাড়া আদায় করলে মামলা এবং জরিমানা করতে পুলিশকে দেয়া আদেশ বাতিল করেছে সরকার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা প্রদান সংক্রান্ত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত মঙ্গলবার বিআরটিএ পুলিশকে ওই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এর প্রতিবাদে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ধর্মঘটের ডাক দেন সিএনজি অটোরিকশা চালকরা। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবিও করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা।  দাবিগুলো হলো-

সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।

সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।

বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেয়া।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
৩৮

সিএনজি অটোরিকশা চালকদের চাপে নতি স্বীকার সরকারের!

আপডেট: ০১:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিএনজি বা পেট্রলচালিত অটোরিকশার চালকদের বিক্ষোভের মুখে মিটারের বেশি ভাড়া আদায় করলে মামলা এবং জরিমানা করতে পুলিশকে দেয়া আদেশ বাতিল করেছে সরকার।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) এ তথ্য জানিয়েছে।

বিআরটিএর চিঠিতে বলা হয়েছে, গ্যাস/পেট্রোলচালিত ৪ স্ট্রোক থ্রি হুইলার অটোরিকশার জন্য সরকার নির্ধারিত মিটারের ভাড়ার হারের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে মামলা রুজু করার নির্দেশনা প্রদান সংক্রান্ত আদেশটি নির্দেশক্রমে বাতিল করা হলো।

এর আগে গত মঙ্গলবার বিআরটিএ পুলিশকে ওই নির্দেশনা দেয়। সড়ক পরিবহন আইনে ভাড়া সংক্রান্ত অপরাধে চালকের বিরুদ্ধে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।

এর প্রতিবাদে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ধর্মঘটের ডাক দেন সিএনজি অটোরিকশা চালকরা। সকাল থেকেই তারা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।

ধর্মঘটের ডাক দিয়ে বেশ কিছু দাবিও করেছেন সিএনজি-চালিত অটোরিকশা পরিবহন কর্মচারীরা।  দাবিগুলো হলো-

সিএনজি অটোরিকশায় মিটারে প্রদর্শিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ে চালকের ৬ মাসের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, বিআরটিএ কর্তৃক নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার।

সড়ক পরিবহন আইন ২০১৮ হইতে শ্রমিক স্বার্থবিরোধী অযৌক্তিক ধারাসমূহ বাতিল/সংস্কার করা।

বিআরটিএ-তে ঘাপটি মেরে থাকা হাসিনার দোরসদের প্রত্যাহারের দাবি।

ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদের পেশকৃত ১৩ দফা মেনে নেয়া।