০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

প্রকাশ্যে পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মুনীর চৌধুরী জাতীয় নাট্যেৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আচমকা এই ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, পদত্যাগের কারণ হিসেবে শিল্পকলার কাজে ‘আমলাতান্ত্রিক হস্তক্ষেপের’ অভিযোগ তুলছেন জামিল আহমেদ। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার সময় বলেছিলাম, শিল্পকলার কাজে সচিবালয় থেকে যেন কোনো হস্তক্ষেপ না করা হয়। আসিফ নজরুল সাহেব থাকার সময় করেননি। কিন্তু ইদানিং ব্যাপকভাবে হস্তক্ষেপ হচ্ছে। আমি এখানে আর বিস্তারিত বললাম না। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি, আর মনে হয় কাজ করা সম্ভব হবে না এখানে। আমার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছি আমাদের সচিবের কাছে।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করিনি।’

প্রসঙ্গত, ৩০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেছেন জামিল আহমেদ। গত ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য তাকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৫:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
৭০

প্রকাশ্যে পদত্যাগ করলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক

আপডেট: ০৫:১৪:২২ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মুনীর চৌধুরী জাতীয় নাট্যেৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় আচমকা এই ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, পদত্যাগের কারণ হিসেবে শিল্পকলার কাজে ‘আমলাতান্ত্রিক হস্তক্ষেপের’ অভিযোগ তুলছেন জামিল আহমেদ। তিনি বলেন, ‘আমি দায়িত্ব নেয়ার সময় বলেছিলাম, শিল্পকলার কাজে সচিবালয় থেকে যেন কোনো হস্তক্ষেপ না করা হয়। আসিফ নজরুল সাহেব থাকার সময় করেননি। কিন্তু ইদানিং ব্যাপকভাবে হস্তক্ষেপ হচ্ছে। আমি এখানে আর বিস্তারিত বললাম না। আমি এই জন্য এটা সঠিক সময় মনে করি, আর মনে হয় কাজ করা সম্ভব হবে না এখানে। আমার পদত্যাগপত্র আপনাদের সামনে হস্তান্তর করছি আমাদের সচিবের কাছে।

অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘আমরা এই পদত্যাগপত্র গ্রহণ করিনি।’

প্রসঙ্গত, ৩০ বছরের বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে শিক্ষকতা করেছেন জামিল আহমেদ। গত ৯ সেপ্টেম্বর দুই বছরের জন্য তাকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।