অভিভাবকদের আচরণ থেকেই শিশুরা শিক্ষা নেয় : আতিক হেলাল
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাজীপাড়ায় লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
স্কুলের নিজস্ব ভবনে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের ২য় দিনে বুধবার প্রাথমিক শাখার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাংবাদিক আতিক হেলাল।
স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তোফায়েল আহাম্মেদ তানজীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কাফরুল থানা বিএনপির নেতা মাহবুবুর রহমান মনির।
তাহমিনা জান্নাত, মহসীনা মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন প্রতিযোগিতায় মনোমুগ্ধকর প্রতিভার স্বাক্ষর রাখে স্কুলের শিক্ষার্থীরা।
প্রধান অতিথির বক্তব্যে কবি আতিক হেলাল বলেন, অভিভাবকরা শিশুসন্তানদের সামনে যে ধরনের আচরণ করবেন, শিশুরা সেটাই শিখবে এবং সেভাবেই বেড়ে উঠবে। সুতরাং মেরে বা জবরদস্তি করে শিশুদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবে না। অভিভাবকদের আগে শিষ্টাচার মেনে চলতে হবে, তাহলে শিশুরাও সেভাবে আচরণ করবে।
তিনি বলেন, ২০০০ সালে প্রতিষ্ঠিত লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষায় যেমন কৃতিত্বের স্বাক্ষর রাখছে, তেমনি সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও উল্লেখযোগ্য পারদর্শিতা দেখিয়ে চলেছে, যা সত্যিই প্রশংসনীয়।
শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।