স্কাই নিউজকে ড. ইউনূস
হাসিনা যেখানেই থাকুক, বিচার হবেই
নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার বিচার হবেই, এতে কোনো সন্দেহ নেই। শুধু হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, বিচারের সব তথ্যপ্রমাণ রয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি তাকে বাংলাদেশে আনতে পারব কি-না। সেটা নির্ভর করছে ভারত ও আন্তর্জাতিক আইনের উপর। আমরা ইতিমধ্যেই ভারতকে বলেছি তাকে ফেরত দিতে।
তিনি আরো বলেন, তার বিচার হবে কি-না, এমন প্রশ্নের অবকাশই নেই। তার বিচার হবেই, সেটা তার উপস্থিতিতেই হোক কিংবা অনুপস্থিতিতে। তার সঙ্গে জড়িত সকলেরই বিচার হবে। তার পরিবারের সদস্য, ক্লায়েন্ট, সহযোগী সকলের বিচার হবে।
শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হলেও কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আশা করব, তাকে ফিরিয়ে দেয়া হবে। এটা একটি আইনি বিষয়। আইনগতভাবে তাকে যদি ফিরিয়ে দেয়ার প্রয়োজন হয়, আন্তর্জাতিক আইন তাদের (ভারত) নির্দেশনা দেবে।