০৭:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ওডিআই থেকেও বিদায় মুশফিকের: যা বলছেন সতীর্থরা

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক: ওডিআই ক্রিকেটকে বিদায় বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আগেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ায় শুধু টেস্ট ফরম্যাটেই খেলা চালিয়ে যাবে মুশি। তার বিদায়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। কথা বলেছেন দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মাহমুদউল্লাহ। সেখানে পরিশ্রম ও একাগ্রতার পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে মুশফিককে কাছ থেকে দেখার সুবাদে তাকে অনুকরণীয় বলেও উল্লেখ করেন মাহমুদউল্লাহ।

তিনি পোস্টে লেখেন, প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।

তিনি লেখেন, নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৩:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
৬৯

ওডিআই থেকেও বিদায় মুশফিকের: যা বলছেন সতীর্থরা

আপডেট: ০৩:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ওডিআই ক্রিকেটকে বিদায় বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। আগেই টি-টোয়েন্টি থেকে বিদায় নেয়ায় শুধু টেস্ট ফরম্যাটেই খেলা চালিয়ে যাবে মুশি। তার বিদায়ে সাবেক ও বর্তমান অনেক সতীর্থই স্মৃতিচারণ করছেন। কথা বলেছেন দীর্ঘ দিনের সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদও।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন মাহমুদউল্লাহ। সেখানে পরিশ্রম ও একাগ্রতার পাশাপাশি দীর্ঘ ক্যারিয়ারে মুশফিককে কাছ থেকে দেখার সুবাদে তাকে অনুকরণীয় বলেও উল্লেখ করেন মাহমুদউল্লাহ।

তিনি পোস্টে লেখেন, প্রিয় মুশফিক, তোমার দুর্দান্ত ওয়ানডে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ। দুবাইয়ে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তোমার সেই সেঞ্চুরি আমার এখনও মনে আছে। এটাই খেলাটার প্রতি তোমার সম্মান, তোমার নিবেদন এবং পরিশ্রমের প্রমাণ, যে তুমি সর্বোচ্চ স্তরে পারফর্ম করার জন্য এবং এটা সর্বদা যে কোনো খেলোয়াড়কে অনুপ্রাণিত করবে।

তিনি লেখেন, নিঃসন্দেহে তুমি বাংলাদেশ ক্রিকেটের একটা রত্ন। লাল বলের ক্রিকেটে তোমার পথচলার জন্য শুভ কামনা রইলো।