০৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
শিরোনাম:
নির্বাচন সংস্কার কমিশনের যেসব প্রস্তাবে ইসির আপত্তি
নিজস্ব প্রতিবেদক: নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক সংস্কার প্রস্তাবে একমত না হয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১৭ মার্চ) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে এনআইডি সেবা ইসিতে রাখার পক্ষে মত দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন কমিশনারের শাস্তির বিধান সম্পর্কিত যে সুপারিশ করা হয়েছে, সেটা কাম্য নয়।
সীমানা নির্ধারণেও আলাদা কমিশনের প্রয়োজন দেখছে না ইসি। চিঠিতে বলা হয়, বিদ্যমান আইনের আওতায় সমস্যার সমাধান সম্ভব। নতুন আইনের প্রাসঙ্গিকতা নেই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় ও জাতীয় নির্বাচন এক সঙ্গে সম্ভব না।