০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

গুম কমিশনের মেয়াদ আরো বাড়লো

নিউজ আপডেট
নিউজ আপডেট

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ আরো ৩ মাস বাড়িয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় পাবে।

পাঁচ সদস্যের এ কমিটির ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। এ নিয়ে দুই মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ অগাস্ট গঠিত এ কমিশন কাজ শুরু করে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ব্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি (১৭২টি) অভিযোগ।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০১:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৫৭

গুম কমিশনের মেয়াদ আরো বাড়লো

আপডেট: ০১:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত ‘গুমের’ ঘটনা তদন্তে গঠিত কমিশনের মেয়াদ আরো ৩ মাস বাড়িয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এটি ১৫ মার্চ থেকে কার্যকর ধরা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এর ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন কমিশন প্রতিবেদন জমা দেয়ার জন্য ৩০ জুন পর্যন্ত সময় পাবে।

পাঁচ সদস্যের এ কমিটির ১৫ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। এ নিয়ে দুই মেয়াদে সময় বাড়ানো হলো। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ অগাস্ট গঠিত এ কমিশন কাজ শুরু করে।

এর আগে গত বছরের ৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে, কমিশনে গুমের ১ হাজার ৬০০ অভিযোগ জমা পড়েছে বলে উল্লেখ করা হয়েছিল। যার মধ্যে ব্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি (১৭২টি) অভিযোগ।