ড. ইউনূসের বক্তব্য প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগকে নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) প্রেসিডেন্ট ও সিইও কমফোর্ট ইরোর নেতৃত্বে আসা একটি প্রতিনিধিদলের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই।
সংবাদমাধ্যমে এই খবর চাউর হতেই রাতে এর প্রতিবাদ জানিয়ে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল থেকে চব্বিশের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, জুলাইয়ের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নেই, আওয়ামী লীগ নিষিদ্ধ, করতে হবে করতে হবে, ভারতের দালালেরা হুশিয়ার সাবধান, কিলার লীগ, ব্যান ব্যান, ইউনূস সাহেবের বক্তব্য, প্রত্যাহার করো করতে হবে, বিচার বিচার চাই, আওয়ামী লীগের বিচার চাই ইত্যাদি স্লোগান দেয়া হয়।