রিং পরানোর পর কেমন আছেন তামিম
নিজস্ব প্রতিবেদক: বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে। সাবেক অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়েছে, বসানো হয়েছে রিং। তামিম এখন কথা বলছেন।
সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।
কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেয়া হয়েছে।’
তবে এখনও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষনে আছেন। তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়।